গরিবদের কে কখনও হত্তাচার করবেন না।অদের জন্য সাহায্য হাত টা বারাই দিবেন। কারন পৃথিবীতে যদি সবাই ধনি হত টাকার কোন মূল্য থাকত না। আল্লাহ প্ররিক্ষা করার জন্য কেও ক গরিব এবং কেও কে ধনি করে বানাইচেন। আর কোন গরিব দের যদি আপনি সাহায্য করেন অরা অনেক খুসি হই। ফলে আল্লাহ ও অনেক খুসি হয়।
আমাদের দেশ গরিব দেশ। এই দেশের মানুষ খুব অসহাই ।আর গরিবের সংখ্যা ও অনেক বেশি। আমাদের সমাজে যারা ধনি বাক্তি আসে অরা যদি সমাজের গরিব দের সাহায্য করে থাকে । এই ভাবে আমাদের দেশ গরিব মুক্ত করা সম্ভব। আর আমাদের দেশের মানুষ যার যত আসে তার আর লোভ । সে আর ও ধনি হতে চাই। অরা বোজে না। সব সম্পদ কবরে নিয়া যাওয়া যাই না। আপনি যদি কোন গরিব বাক্তি কে সাহায্য করে থাকেন দেকবেন নিজের কাছেই অনেক নিজেকে ধন্য মনে হচ্ছে। আমাদের সমাজের মানুষের দেখার কাজ আমাদের সবার।
সবাই এই কথা গুলো মেনে চলার জন্য চেষ্টা করবেন।
আমার পোস্ট যদি ভাল লাগে কমেন্ট করে জানাবেন ।সবাই সুস্ত ও ভাল থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ ।
This post has received a 19.20 % upvote from @booster thanks to: @sadmankhan.