মাছটির নাম পিরানহা। দেখতে অনেকটা রূপ চাদার মত। গ্রামাঞ্চলে এটিকে চান্দা মাছ পরিচয়ে বিক্রি করছে। প্রতি কেজির মূল্য ১৭০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। বিগত প্রায় কয়েক বছর আগে থেকেই এ মাছটি আমাদের দেশে চাষ, বিক্রি, মওজুদ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কারণ, পরীক্ষান্তে প্রমাণিত হয়েছে যে, এ মাছটি খেলে মানব দেহে হাড়ের ক্যান্সারসহ নানাবিধ জটিল রোগের সৃষ্টি করে থাকে। কিন্তু এখনও এ মাছটি আমাদের দেশের বিভিন্ন জায়গায় চাষ ও বিক্রি হচ্ছে।
মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের বোড়ারচর বাজারে সকালের বাজারে (আড়ং) এটি প্রকাশ্যে বিক্রি হচ্ছে। বিক্রেতার নিকট জানা যায় তারা এটি মুরাদনগর উপজেলার বাখরাবাদ আড়ত থেকে আনেন এবং একই উপজেলার শুশুন্ডা গ্রামে এ মাছটির চাষ হয় বলে জানান যায়। সেখান থেকে আড়তের মাধ্যমে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।
অপরদিকে দেবিদ্বার উপজেলার ছোটআলমপুর বাজারে সকালে (আড়ং) এটি প্রকাশ্যে বিক্রি হচ্ছে। বিক্রেতার নিকট জানা যায় এ মাছটি দেবিদ্বার উপজেলার বারুর গ্রামে চাষ হচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে।
বৃহত্তর জনস্বার্থে এ ক্ষতিকর মাছটির চাষ, মজুদ, বিক্রি বন্ধসহ জনসচেতনতা সৃষ্টিসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
----------------------------০০০-------------------------------