আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন |আজকে আমি আপনাদের জন্য আবারো একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি প্রতিদিনের মতন| আমার আজকে ব্লকটা একটু ভিন্ন রকম| গিফট পেতে কার না ভালো লাগে ঠিক তেমনি আমারও অনেক বেশি ভালো লাগে| আমি কিছু গিফট পেয়েছিলাম| আমি মনে করেছিলাম যে গিফট গুলো সব হয়তো আমার| আমি জানতামই না এর কোনটাই আমার না| বিষয়টা অনেক হাস্যকর হলেও তাৎক্ষণিক কষ্ট পেয়েছি পরে ভেবে ভালো লাগছিল ধোঁকা খেলাম| আমার হাজবেন্ড হঠাৎ করেই কিছু খাবার নিয়ে এসেছিল বাসায় আমি ভেবেছিলাম আমি ডায়েটে আছি সেজন্য হয়তোবা সে এই বাদামগুলো এনেছে| এখানে শুধু বাদাম ছিল না বিস্কুট ছিল, দুই তিন রকমের বাদাম ছিল , শোনপাপড়ি ছিল, কিসমিস ছিল, গ্যাস থেকে মুক্তি পাওয়ার জন্য ইনও ছিল| যেগুলো একটা একটা করে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার যখন ভিডিওর জন্য ক্লিক নেয়া হয়ে গিয়েছে তার কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল যেগুলো আমার বন্ধু ইন্ডিয়া থেকে পাঠিয়েছে তার পরিবারের জন্য তুমি চাইলে একটা বাদাম রাখতে পারো| মুখের দিকে তাকিয়ে ছিলাম কিছুক্ষণ হতগম্ম হয়ে| তারপর হেসে দিয়ে আবারো বন্ধুর দেওয়া পার্সেল গুলো প্যাকেট করে সব তার পরিবারের জন্য পাঠিয়ে দিয়েছিলাম| রাতের খুলনা অনেক বেশি ভালো লাগে কারণ খুলনা শহরটা ছোট্ট একটা শহর এবং খুব শান্ত| ইদানিং দেখি অনেক বেশি রাস্তায় ভিড় থাকে মাঝেমধ্যে গাড়ির হর্ন এ খুব বাজে লাগে আগেই জিনিসটা হইতো না মাঝেমধ্যে রাতের বেলা আমরা বের হই| তারপর গিয়েছিলাম গ্রীন হাউসে রাতের খাবার খাওয়ার জন্য আমি খুবই হতাশ ওদের খাবারের টেস্ট একদমই ভালো ছিল না| আজকের ব্লকটি আমি এগুলো দিয়ে সাজিয়েছি আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে|
বন্ধুরা আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না| আমার ব্লক গুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে জানাবেন আর আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন |আপনার আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য| আপনার আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য নিত্য নতুন কনটেন্ট নিয়ে হাজির হয়ে যাব প্রতিদিনের মতন| আজ এসে আবার দেখা হবে অন্য কোন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন |