৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
বাংলাদেশ বিষয়াবলী
১।বিশ্বব্যাংকের মতে, ২০১৭ বাংলাদেশের প্রবৃদ্ধি হবে কত শতাংশ হবে?
= ৬.৪ % ( নোট: IMF এর মতে, =৬.৯%, বাজেটে = ৭.৪%)
২।গাবখান চ্যানেল" বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
---ঝালকাঠি
৩ । বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC) প্রতিষ্ঠিত হয়—
=১৯৬১ সালে।
৪।বাংলাদেশের কৃষির স্বর্ণযুগ বলা হয়—
=৮০ এর দশককে।
৫। কোন জেলায় ১ম ধান চাষ শুরু হয় ?
=বৃহত্তর রংপুর।
৬।আউশ ধান কাটা হয় কবে ?
= ভাদ্র- আশ্বিন মাসে
৭।বোরো ধান কখন কাটা হয় ?
= বৈশাখ -জৈষ্ঠ্য
৮।বাংলাদেশে একমাত্র সমতল ভূমিতে চা চাষ হয়
=পঞ্চগড়ে।
৯।সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
= হবিগঞ্জ
১০।বন গবেষণা ইনস্টিটিউট অবস্থিত
=চট্টগ্রামে
১১।বাংলাদেশের চিরযৌবনা নদীর নাম কী ?
–মেঘনা।
১২।বাংলাদেশ নদী ভাঙন দ্বারা ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা—
=১.৫ মিলিয়ন।
১৩। বিশ্বব্যাংক জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশকে বিশ্ব সাহায্যের শতকরা কত ভাগ করবে—
=৩০%।
১৪। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সংক্রান্ত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান—
=দশম। নোট জলবায়ু পরিবর্তনের ঝুঁকিত ৬ষষ্ঠ
১৫।বাংলাদেশে জনসংখ্যা সমস্য সমাধানের উপায়
–অর্থনৈতিক উন্নয়ন।
সর্বশেষ আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি –সিলেট বিভাগে।
সর্বশেষ আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম –বরিশাল বিভাগে।
সর্বশেষ আদমশুমারি অনুযায়ী সাক্ষরতার হার সবচেয়ে বেশি – বরিশাল বিভাগে। (৫৬.৮%)
সর্বশেষ আদমশুমারি অনুযায়ী সাক্ষরতার হার সবচেয়ে কম—সিলেটে বিভাগে। (৪৫%)
সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব কম –বরিশাল বিভাগ
সর্বশেষ আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি—ঢাকায়। (প্রতি বর্গ কি. মিটারে ১৫২১ জন)
সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নগরায়নের হার—২৩.৩০%।
বাংলাদেশে কালবৈশাখির ঝড় হয়
=প্রাক –মৌসুমী বায়ু ঋতুতে।
দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয় কোন পর্যায়ে ?
=পুনর্বাসন পর্যায়ে।
প্রস্তুতি নিয়া আদর কি করব।বয়স শেষ ।
jene rakha valo....
done
Good post
comment + vote, & follow me::: @subratabarua
https://steemit.com/news/@subratabarua/england-brazil-match-draw
informative post tnx