এই দ্বীপ শুধু নারীদের

in #funny7 years ago

993c5f0ab19d9551a9ac143bade151ba-5a898429cbe9d.jpg

একবার ভাবুন তো! একজন নারী একা ছুটি কাটাতে গিয়েছেন কোনো দ্বীপে। কিন্তু কোনো পুরুষ বাঁকা চাহনিতে তাকাচ্ছে না। সম্পূর্ণভাবে ‘নিরাপদ’ সেই দ্বীপে নিজের খুশিমতো ঘুরে বেড়াতে পারছেন একজন নারী।

এমনই এক দ্বীপ রয়েছে বাল্টিক সাগরে ফিনল্যান্ডের উপকূলে। সেখানে যেতে পারবেন শুধু নারীরাই। পুরুষদের প্রবেশাধিকার নেই সেখানে। ওই দ্বীপে নারীদের অবসর উপভোগের বিলাসবহুল সব সুযোগ-সুবিধা আছে। থাকছে যোগাসন ও ধ্যানের জন্য নির্জন পরিবেশ। আর নানা স্বাদের খাবারের আয়োজন তো আছেই।

এনডিটিভির খবরে বলা হয়েছে, দ্বীপটির নাম সুপারশি আইল্যান্ড। ব্যক্তিমালিকানায় থাকা দ্বীপটি বিশেষভাবে শুধু নারীদের জন্য গড়ে তোলা হয়েছে। এ উদ্যোগের পেছনে আছেন বিশিষ্ট উদ্যোক্তা ক্রিস্টিনা রথ। তাঁর ভাষায়, দ্বীপটি বিশ্বের সব শ্রেণির নারীকে একত্র করবে। সুপারশি আইল্যান্ড হবে সব বয়সের নারীদের গন্তব্য।