বিশ্বকাপ জ্বরে কাঁপছে সবাই। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি নিজে ব্রাজিল সমর্থক হলেও জানিয়েছেন মেসির প্রতি শুভকামনা
দাদা বলেছেন, ‘আমি মেসির জাদু দেখার জন্য অপেক্ষা করছি। তিনি এর আগে কখনোই বিশ্বকাপ জেতেননি, তাই এবারের টুর্নামেন্টটা তাঁর জন্য অনেক গুরুত্বপূর্ণ!’
বিশ্বকাপ না জেতার যন্ত্রণা কতটুকু, এটা বোঝেন সৌরভ গাঙ্গুলি। এ-ও বোঝেন, ফাইনালে উঠেও ট্রফি জেতার কষ্ট সারা জীবন বয়ে বেড়াতে হয়। দলের অধিনায়ক হলে তো যন্ত্রণাটা দ্বিগুণ বেশি। এখানেই লিওনেল মেসির সঙ্গে দারুণ মিল সৌরভের। ২০০৩ ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি সৌরভের দলের। শেষ পর্যন্ত ক্যারিয়ার শেষ করেছেন বিশ্বকাপ ট্রফি ছাড়াই।
এই কষ্ট যেন মেসিকে বয়ে বেড়াতে না হয়, এটাই প্রার্থনা সৌরভের। আন্তর্জাতিক ক্যারিয়ারে এখনো পর্যন্ত আর্জেন্টিনার হয়ে কোনো ট্রফি না জেতা মেসিকে শুভকামনা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি। দাদা বলেছেন, ‘আমি মেসির জাদু দেখার জন্য অপেক্ষা করছি। তিনি এর আগে কখনোই বিশ্বকাপ জেতেননি, তাই এবারের টুর্নামেন্টটা তাঁর জন্য অনেক গুরুত্বপূর্ণ!’
এবারের বিশ্বকাপ আর্জেন্টিনা, ব্রাজিল ও জার্মানির মধ্যে যেকোনো এক দলের হাতে শোভা পাবে, এমনটাই ধারণা করছেন সৌরভ, ‘আমি ব্রাজিলের সমর্থক, কিন্তু মেসির খেলার ভক্ত আমি। শুভকামনা তাঁর জন্য!’
গত বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে জার্মানির কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেননি মেসি। জাতীয় দলের হয়ে অধিনায়ক সৌরভ অনেক ট্রফি জিতলেও বিশ্বকাপ থেকে গেছে অধরা। তাঁর নেতৃত্বেই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু সে আসরে দুর্দান্ত খেলা দলটি শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার কাছে।
আর্জেন্টিনার সঙ্গে প্রীতি ম্যাচ হবে, দাবি ইসরায়েলের
‘আর্জেন্টিনার জন্য বাংলাদেশের আবেগ’
বিশ্বকাপ এলেই পুরো বাংলাদেশ যেন হয়ে ওঠে জাতিসংঘ। সমর্থকদের প্রিয় দেশের পতাকায় সজ্জিত হয়ে যায় পুরো দেশ। নানান পতাকার ভিড়ে সবচেয়ে উজ্জ্বল থাকে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা। পৃথিবীর অন্য অর্ধের ওই দেশের অধিকাংশ মানুষই হয়তো এ দেশের এমন ভালোবাসার কথা কখনো জানতে পারে না। তবে এরিয়াল কোলম্যানের বদান্যতায় আর্জেন্টিনার মানুষও জানতে পারছেন তাদের নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনার কথা
Source
Plagiarism is the copying & pasting of others work without giving credit to the original author or artist. Plagiarized posts are considered spam.
Spam is discouraged by the community, and may result in action from the cheetah bot.
More information and tips on sharing content.
If you believe this comment is in error, please contact us in #disputes on Discord
Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
http://menya-ultra.com/index.html
You got a 2.05% upvote from @postpromoter courtesy of @halim1996!
Want to promote your posts too? Check out the Steem Bot Tracker websitevote for @yabapmatt for witness! for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please
You got a 2.78% upvote from @upme thanks to @halim1996! Send at least 3 SBD or 3 STEEM to get upvote for next round. Delegate STEEM POWER and start earning 100% daily payouts ( no commission ).