এরপর কত বেলা কেটে গেল! নানা রেকর্ডে ওয়েইন রুনির ক্যারিয়ারটা ঝলমলে। এবার বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনিও।
পেশাদার ফুটবলার হিসেবে ক্যারিয়ারের ইতি টানলেন ইংল্যান্ড কিংবদন্তি ওয়েইন রুনি। যোগ দিচ্ছেন ডার্বি কাউন্টির স্থায়ী কোচ হিসেবে।
এতদিন ক্লাবটির ফুটবলারের পাশাপাশি ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করছিলেন ইংলিশ তারকা। এবার ২০২৩ সাল পর্যন্ত তাকে স্থায়ীভাবে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে নিজের পরবর্তী পেশার স্বার্থে ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন রুনি।
ক্যারিয়ারটা নানা কীর্তিতে রঙিন। ৫৩ গোল নিয়ে ইংল্যান্ডের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। একইভাবে ম্যানচেস্টার ইউনাইটেডেরও সর্বোচ্চ গোলদাতা রুনি। একমাত্র ফুটবলার হিসেবে ম্যানইউ’র হয়ে ২৫০ গোল করার রেকর্ডটি তার দখলে।
ফুটবলার হিসেবে যেমন কীর্তিমান ছিলেন, তেমনি দলকেও জিতিয়ে দিয়েছেন বহু ট্রফি। ম্যান ইউনাইটেডে ১৩ বছরের ক্যারিয়ারে জিতেছেন ১৬টি মেজর ট্রফি। এরমধ্যে ৫ টি ইপিএল, ১টি করে চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, ক্লাব ওয়ার্ল্ড কাপ, ইউরোপা লিগ জিতেছেন। উঁচিয়ে ধরেছেন ৩টি লিগ কাপের শিরোপা।
রেড ডেভিল শিবির ছাড়ার পর খেলেছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে ডি সি ইউনাইটেডের হয়ে। এরপর আবারও ফেরেন দেশে। যোগ দেন ডার্বি কাউন্টিতে। একইসঙ্গে বনে যান ফুটবলার এবং কোচ।
ভারপ্রাপ্ত কোচ হিসেবে ৯ ম্যাচের ৩টিতে জয়ের পাশাপাশি ৪ ম্যাচে ড্র করে তার দল। ফলে তাকে পূর্ণাঙ্গ কোচ হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয় তার ক্লাব।
Congratulations @sdw8! You received a personal badge!
You can view your badges on your board and compare yourself to others in the Ranking