কম্পেয়ারিং পোস্ট
চিকেন চাপ
গ্রুপে দারুচিনির চিকেন চাপ এর পোস্ট দেখে একদিন গেলাম খেতে, ময়মনসিংহ তে আর কোন জায়গায় চিকেন চাপ খাওয়া হয়নি তাই সেদিন রিভিও ও রেটিং দেইনি, তার ২ দিন পর ধানসিঁড়ি তে গেলাম চিকেন চাপ টেস্ট করার জন্য, আসল কথা হলো,ময়মনসিংহ এর চিকেন চাপগুলি দেখতে সুন্দর, পরিবেশন ভাল, কিন্তু পুরান ঢাকার সেই চাপের মত হয়না যদিও পুরান ঢাকার গুলির চেহার ছবি সুন্দর না কিন্তু সেই ঘ্রান আর চাপের আসল স্বাদ নাই। তবুও খারাপ না....
১/ দারুচিনি
চিকেন চাপ : ১২০ টাকা, পিসটা বড় ছিল,পরিবেশন খুব সুন্দর, ভিতরে ওতো মশলা হয়নি আর রসুনের একটা ধাক ছিল খাওয়ার পরও মুখে ছিল....
বাটার নান : ৫৫ টাকা, ভালই ছিল তবে সস আর নান ধানসিঁড়ির মত হয়নি..( আরো ২ টা গ্রুপের কাছ থেকে রিভিও নিয়ে বলছি সস আর নানের ব্যাপারে)
২/ ধানসিঁড়ি
চিকেন চাপ : ১২০ টাকা, দারুচিনি থেকে একটু ভাল।
বাটার নান : ৬০ নান আর সস টা খুব ভালো তাই সব মিলিয়ে ভালই লেগেছে
৩/ পুরান ঢাকা : এই ২ জায়গায় খাওয়ার পর খেলাম...
এই দুইটা থেকে বেস্ট দামেও কম ৮০ টাকা, আলাদা একটা সেন্ট আর ফ্লেভার পাওয়া যায়...
Sort: Trending