ধানমন্ডির সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট কোনটি? উত্তরে আমি বলবো Ozz Cafe ছবি তোলার জন্য মোক্ষম একটা জায়গা!!
খাবারের দাম যদিও একটু বেশি, কিন্তু প্লেস + সার্ভিস কোয়ালিটির জন্য একটু বেশি খরচ করা জায়েজ আর খাবারের কোয়ালিটিও অনেক ভালো।
চিকেন চাওমিন - ২২০টাকা ++
কম্বো ২ - ২৯৫টাকা++
সার্ভিস চার্জ : ১৫%
PizzaBurg এর pizza না খেলে জীবন ই বৃথা. এত কম দামে কোয়ালিটি পিজা মনেহয় না অন্য কোনো রেস্টুরেন্টে আছে. কয়দিন আগে pizza In এ খেললাম একটা লার্জ পিজা নিয়েছিলাম বিল আসছিলো ১২০০ টাকার মতো, তবে কেন জানি মন র পেট ২ টো ই ভরলো না ..এর পর গতকাল pizzaburg মিডিয়াম size এর একটি পিজা নিলাম আর পিজ্জা কেমন? বিশ্বাস করেন পুরা পিজ্জার প্রতিটা কামড় আমি বহুত মজায় মজায় খাইছি।চীজ আর চিকেন এর পরিমাণ ছিল অনেক।আর এত কম দামে পিজ্জা টা আসলেই অসাধারন ছিল।
মাস্ট ট্রাই আইটেম হিসেবেই রাখব আমি।
Name- “Meaty Onion”
Price-335 only
Taste and quality-10/10