Delicious food....✌✌✌✌

in #food7 years ago

বরাবরের মত সুনাম না গেয়ে আর পারলাম না! হ্যাঁ ইটস এগেইন “Avanti” মোটামুটি সব আইটেমের পর অনেক দিন ধরেই না খাওয়ার লিস্টে পড়ে ছিলো SET COURSE এর 41 নং মেনু কোডটি। যেখানে ইনক্লুড আছে “fried rice, suicide chicken, potato wages, Hot souse & saute vegetable ” একটা দারুন কোম্বো বানিয়েছে। আমি সিউর আপনি যত বড় খাদকই হন না কেন, এটি শেষ করতে একটু হলেও হিমসিম খেয়ে যাবেন!

image

আর হ্যাঁ, অর্ডার করে ৩০ মিনিট সময় লাগে! সেটা উনারা বলেই নেন।
Quantity : 9/10
Taste. : 9.5/10
Quality 10/10
Price : BDT 250TK
আর তাদের ব্যবহার ১০ এর উপরে।☺ fried rice নিয়ে কিছুই বলার নেই। বেস্ট অব বেস্ট। এখন আসেন হ্যাশটেগ আইটেম #suicide_chicken নিয়ে কিছু বলি! আমি ঢাকাতেও অনেক স্থানে ট্রাই করেছি বাট অনেস্টলি এটা আমার খাওয়া বেস্ট ছিল। মশলার পরিমানটা খুব দারুন ভাবে দেওয়া ছিল। কিন্তু এই আইটেম টার সাথে fried rice এর কম্বোটা আপনার হয়ত ভাল নাও লাগতে পারে! কজ ইট টেস্টস সাম লাইক উরবান! potato wages ও ভালই ছিল। Hot souse টা একটু বেশি হট লেগেছে #আমার কাছে 😒! বাট কথা টা হল saute vegetable নিয়ে, এটায় ইউস করা গাজর আর বরবটির কম্বো টেস্ট ভাল লাগেনি।এটায় ভেরিয়েশন আনার দরকার আছে।

#HappyEatingFoodies 👍