লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ছোঁড়া ‘রাবার বুলেটের’ আঘাতে আবুল কালাম আজাদ (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে শ্রীরামপুর ইউনিয়নের ঝালংগি সীমান্তের ৮৪৮নং মেইন পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালংগি গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার ভোরের দিকে সাত থেকে আট জনের বাংলাদেশি গরু পারাপারকারী একটি দল গরু আনতে ভারতে অবৈধভাবে প্রবেশ করে। এ সময় ভারতের ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের দোরাডাবরি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে রাবার বুলেট চালায়। এতে আবুল কালাম আজাদ গুরুতর আহত হলে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে। পরে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মহিপুর সেতু এলাকায় আবুল কালামের মৃত্যু হয়। পরে পাটগ্রাম থানা পুলিশ খবর পেয়ে তার লাশ থানায় নিয়ে আসে।
Congratulations @patwary3! You received a personal badge!
You can view your badges on your board and compare yourself to others in the Ranking