(স্বপ্নময়ী এক রাত)

in #feeling7 years ago

এই শীতে, তখন আমি ছাত্রীনিবাসে থাকি, তুমি আমাকে অনেক দূরে ঘুরতে নিয়ে গেছো, আমরা ঘুরতে ঘুরতে আসতে অনেকটা দেরী করে ফেলি। আমি তোমাকে বললাম, আর ম্যাচে যাবো না। তুমি আমার জন্য এক স্বর্গের বাড়ি খুঁজে বের করলে। আমাদের রাত্রী যাপন হলো। ভাবনাহীন, অসম্ভব ভালোবাসার মধ্যে দিয়ে রাতটা পার করে দিলাম। তবে কি আজ স্বপ্নই রয়ে গেলো?