Song-1

in #esteem6 years ago

image

Song

Abdul Hadi Tuhin-
The unknown anchored birds
repeatedly,
how
can the real bird go?
I understand her feelings.
At noon evening, the birds
lamented,
nobody knows , and no one knows
what the birds are in.
I understand her feelings.
To understand the birds and the birds
cry, all the
nestoor birds
fly in the air to catch the dna .
I understand her feelings.
The
bad cage is worn out, and
finally all of its
soil remains.
I understand her feelings.

image

গান

আব্দুল হাদী তুহিন-
অজানা এক অচিন পাখি
ডাকে বারে বারে,
কেমন করে আসল পাখি
যাবে কেমন করে।
আমি তার ভাব বুঝিনারে।
দুপুর সন্ধ্যা রাতে পাখি
ডাকে বিলাপ করে,
কেউ জানে না কেউ বুঝেনা
কি আছে পাখির সুরে।
আমি তার ভাব বুঝিনারে।
বুঝতে পাখির ভেদ-বাতুনি
কাঁদলো সবাই তার তরে,
নিষ্টুর পাখি দিলনা ধরা
হাওয়ায় গেল উড়ে।
আমি তার ভাব বুঝিনারে।
নষ্ট হল শুণ্য খাঁচা
খাইলো ঘুনে ধরে,
অবশেষে সবই তাহার
মাটি হয়ে রইলো পড়ে।
আমি তার ভাব বুঝিনারে।