There is a tendency of rural people in Bangladesh

in #esteem6 years ago

If it is heard that there is no woman going to be untouched, the family is not married to anyone without protecting her marriage. Or the family society can not bring him in line. Then Maulana Anankak proposed to marry the girl. The purpose is to bring him to the wedding by marrying him.

Probably in 1994, the Mullahs could not bring Taslima Nasrin in any way. At the same time, a cousin of Sylhet from Sylhet's Cox's Bazaar got married and told Taslima to get married.

Dr. The sky is the son of the Mullah Shastri. He knew that Tanjila Matu Polygamy Women. Still he fell in love with Mitu, dropped Mitu in love. Because he had his wealth and courage, he inherited the hereditary patriarchy of hundreds of years. She was brave enough to marry a polygamy woman knowingly. Like Mullah, she thought that she would bring the polygamy woman to the line.

If the allegations in the sky are true, there was a great lack of morality in Mithu, there must be something to say. But its remedies, killing, suicide, or pittpati can not be any.

Because of the heredity of the patriarchal mollaharattha, even after the sky has died, it has been arranged by the Facebook post for Mitu, a social life incompatible with the death equivalent of life. Whatever Mato not want to carry, the whole life must be borne.

She was just wrong with her. He has been beaten video of confession. That's unfair. I hope - the spontaneous abuse, hatred, shaming and mitu for authentic crimes will be responsible for the responsible behavior of residents of social media.

image

image

image

image

বাংলাদেশে গ্রাম্য হুজুরদের একটা প্রবণতা আছে -যদি শোনা যায়, কোনো নারী বেপর্দা চলছে, পরিবার সমাজের তোয়াক্কা না করে কারো সাথে বিবাহ বহির্ভুত সম্পর্ক রক্ষা করছে। কিংবা পরিবার সমাজ কোনো ভাবেই তাকে লাইনে আনতে পারছে না। তখন কোনো মাওলানা আচানক সেই মেয়েটিকেই বিবাহ করার প্রস্তাব দিয়ে বসেন। উদ্দেশ্য বিবাহ করে তাকে লাইনে নিয়ে আসা।

সম্ভবত ১৯৯৪ সালে মোল্লারা তখন তসলিমা নাসরিনকে কোনো ভাবেই বাগে আনতে পারছিলেন না। ঠিক সেই সময় কক্স’স বাজারের না সিলেটের এক হুজুর তসলিমাকে বিয়ে করে লাইনে নিয়ে আসার ঘোষনা দিয়ে বসলেন।

ডা. আকাশ হচ্ছেন সেই মোল্লাতন্ত্রের ই সন্তান। সে জানতো ডা. তানজিলা মিতু পলিগ্যামি নারী। তারপরও সে মিতুর প্রেমে পড়েছে, মিতুকে প্রেমে ফেলেছে। কারণ তার সম্বল এবং সাহস ছিলো শত বছরের ঘুণে ধরা পুরুষতান্ত্রিক মোল্লাতন্ত্রের উত্তরাধীকার। সেই সাহসে ভর করে সে জেনে বুঝে এক পলিগ্যামি সুন্দরী নারীকে বিয়ে করেছে। সেই মোল্লার মতোই ভেবেছে সে পলিগ্যামি নারীকে বশ করে লাইনে নিয়ে আসবে।

যদি আকাশে অভিযোগ সত্য হয় মিতুর মধ্যে নৈতিকতার চরম অভাব ছিলো, আছে বলতেই হবে। কিন্তু এর প্রতিকার, হত্যা আত্মহত্যা বা পিটাপিটি কোনোটাই হতে পারে না।

পুরুষতান্ত্রিক মোল্লাতন্ত্রের উত্তারাধীকার বলেই, আকাশ মরে যেতে যেতেও মিতুর জন্য ফেসবুক পোস্টের মাধ্যমে ব্যবস্থা করে রেখে গেছে মৃত্যু সমতুল্য জীবনের প্রতিকূল একটা সামাজিক জীবন। যা না চাইলেও মিতুকে বহন করতে হবে সারা জীবন।

এমনিতেই মেয়েটার সাথে যথেষ্ট অন্যায় হয়ে গেছে। তাকে পিটিয়ে স্বীকারোক্তি আদায় করা ভিডিও ধারণ করা হয়েছে। যেটা অন্যায়। আশা করবো -অপ্রমাণিত অপরাধের জন্য মিতুকে থুথু, ঘৃণা, শেইমিং করা বন্ধ করে দায়িত্বশীল আচরণ করবে সামাজিক যোগাযোগ মাধ্যমের বাসিন্দারা।

Sort:  

Source
Plagiarism is the copying & pasting of others work without giving credit to the original author or artist. Plagiarized posts are considered spam.

Spam is discouraged by the community, and may result in action from the cheetah bot.

More information and tips on sharing content.

If you believe this comment is in error, please contact us in #disputes on Discord

Thanks for using eSteem!
Your post has been voted as a part of eSteem encouragement program. Keep up the good work! Install Android, iOS Mobile app or Windows, Mac, Linux Surfer app, if you haven't already!
Learn more: https://esteem.app
Join our discord: https://discord.gg/8eHupPq