♦♦ ঈদের দাবী ♦♦
>>>>> আমজাদ হোসেন
কদিন থেকেই ঈদের খুশির বইছে হাওয়া মাতোয়ারা /
চলছে লড়াই কেনাকাটার দীর্ঘ লাইন তাতেই বা কী?/
কিনতে হবে নতুন পোশাক, নতুন কুর্তি আতর-গোলাপ।/
তুমি আমি আমরা সবাই, ঈদের খুশির খোসমেজাজে;/
তোমার চোখের সূরমা কালোয় রঙ্গিন হল আমার স্বপন।/
নামাজ শেষে ভুরি ভোজে তৃপ্তি খোজ আপন সাজে/
তখন যদি হটাত করে ভাসে চোখে ভাইয়ের লাশ --/
লাশের 'পরে লাশ, লাশের 'পরে লাশ/
তাদের রক্তে যাচ্ছে ভেষে তোমার ঈদ-পোষাক;/
তোমার কোপ্তা কাবাব যদি ভাইয়ের রক্তে ভাসে/
চাঁদের মতো বোনটি তোমার গাঙের জলে ভাসে?/
তখন তুমি কেমন করে সূরমা লাগাও? /
কেমন করে আলিঙ্গনে সুখের আবেশ খোজ?/
কেমন করে আতর মেখে আনন্দতে ভাসো?/
আজকে যখন মানুষ মরে সিরিয়া বা মায়ানমারে;/
তখন কেন বিশ্ব নিরব, নিরব বিবেক তব?/
বিশ্ব বিবেক জাগুক আবার, জাগি তুমি আমি/
মানুষ বাচুক মানুষ হয়ে, এটাই ঈদের দাবী।
---------++++++++++------------
ঈদের নামাজ শেষে, ০৭:৪০; ০২/০৯/১৭