========সবাইকে স্বাগতম =======
Ojooo থেকে মাসে 1$-1000$ পর্যন্ত আয় করুন প্রতিদিন মাত্র ১৫-৩০ মিনিট সময় ব্যয় করে।
আজকে আপনাদের জন্যে থাকছে অনলাইন ভিত্তিক ইনকাম সাইট।
বর্তমান বিশ্বে ইন্টারনেট থেকে আয় করছে প্রতিদিন হাজার হাজার মানুষ এবং অনলাইন ভিত্তিক ইনকাম সাইটের চাহিদাও অনেক।
বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিবো তেমনই একটি অনলাইন আয় ভিত্তিক সাইট যার নাম Ojoo।
Ojooo একটি রাশিয়ান পিটিসি সাইট।
এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এতে খুব সহজে একাউন্ট খোলা যায় ও খুব সহজে এ্যাড দেখে আয় করা যায়।
এই সাইটে প্রতিদিন ৩০ টির বেশি এ্যাড এবং প্রতিটি এ্যাড দেখলে ০.০০১$ থেকে সবোচ্চ ০.০১$ প্রদান করে। একটি এ্যাড দেখতে ৫ থেকে ৬০ সেকেন্ড সময় লাগে। সময় যত বেশি প্রেমেন্ট ও তত বেশি
যেমনঃ
৫ সেকেন্ডের এ্যাডে ০.০০১$
৩০ সেকেন্ডের এ্যাডে ০.০০৫$
ও ৬০ সেকেন্ডের এ্যাডে ০.০১$
এই সাইট থেকে বিশ্বের অনেক লোক প্রতিমাসে আয় করছে ১০-১৫ হাজার টাকা।
এই সাইট অনেকদিন যাবত পেয়মেন্ট দিয়ে আসছে।
বিনা পুঁজিতে Ojoo তে কাজ করে আয় করতে পারবেন।
ঘরে বসে মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে কাজ করতে পারবনে।
এটি paypal,ও payza এর মাধ্যমে Payment দেয়। Ojooo মাত্র ২ ডলার হলেই Payment দেয়।
তাহলে চলুন এবার জেনে নেই কিভাবে এই সাইটে যোগ দিবেন।
একাউন্ট খোলার নিয়মঃ
প্রথমে নিচের লিনকে প্রবেশ করে একটি একাউন্ট খুলে নিন।
https://wad.ojooo.com/register.php?ref=tanmoy016
- Username: এ ইউজার নেম, (যেমন: tamim1234)
- Password: একটি পাসওয়ার্ড (এমন পাসওয়ার্ড দিতে হবে যাতে একটি বড় হাতের অক্ষর ও একটি নম্বর সহ মোট ৮ টি অক্ষর থাকে, যেমনঃ Tamim1234),
- Confirm password: একই পাসওয়ার্ড (Tamim1234),
- Account e-mail: একটি ইমেল এড্রেস, (যেমন: tanmim.khan55@gmail.com),
- Payments: এ paypal অথবা payza খোলা থাকলে তার ইমেল দিন, না থাকলে উপরে যে ইমেল দিয়েছেন তা দিন
(যেমন:tanmim.khan55@gmail.com) (পরে ঠিক করে নেয়া যাবে), - Captcha: I'm not Robot এর বাম পাশে দেখুন একটা ঘর আছে ঐটায় ক্লিক করুন, তারপর চিত্রে যেটা সিলেক্শন করতে বলে ওইগুলোতে টিক চিহ্ন দিয়ে Verify এ ক্লিক করুন।
- Terms of Service agreement: এ yes ক্লিক করুন
- তারপর Registration এ ক্লিক করুন।
আপনার ইমেলে Ojooo একটি ম্যাসেজ পাঠাবে।
ই-মেলে প্রবেশ করে ইনবক্স থেকে একাউন্ট Conform করুন।
it's Done আপনার একাউন্ট খুলে গেছে
এ্যাড দেখার নিয়মঃ
Access your account এর ১। প্রথমে http://wad.ojooo.com/login.php ওপেন করে - Username: আপনার ইউজার নেম,
- Current password: আপনার পাসওয়ার্ড দিন।
আর - chaptcha এ পাশের ঘরে ক্লিক করে পূরণ করুন।
এরপর - Login এ ক্লিক করুন। একটু পর আপনার একাউন্ট ওপেন হবে।
২। এবার Paid to click ads এ ক্লিক করুন।
এ্যাড পেজ ওপেন হবে। এখানে মূলত দুই ধরণের এ্যাড রয়েছে।
ক)Fixed ad
খ) Paid to click advertisement
৩। এ্যাড দেখতে যেকোন একটিতে ক্লিক করুন। নতুন ট্যাব ওপেন হবে এবং টাইম কাউন্ট ডাউন হবে।
একটু পর ক্লোজ উইন্ডো দেখাবে
তাতে ক্লিক করলে আগের পেজে ফিরে আসবে।
এভাবেই প্রতিটি এ্যাড দেখতে পারবেন।
কিভাবে আয় বাড়াবেনঃ
অন্যান্য পিটিসি সাইটের মত Ojooo এ আয় বাড়ানোর উপায় হল রেফারেল এর মাধ্যমে। বাম পাশে Referral Tools এ ক্লিক করলে আপনে একটা লিঙ্ক পাবেন। এই লিঙ্ক টা দিয়ে কেউ জয়েন করলে সে যত টাকা আয় করবে তার একটা অংশ আপনি পাবেন। তার মানে যত রেফারেল তত আয়। আপনি ফেসবুক, ব্লগ, এমনকি সরাসরি আপনার বন্ধুদের কে Ojooo এর কথা বলতে পারেন। আপনি একাউন্ট খোলার পর থেকে রেফারেল করতে পারবেন। যদি রেফারেল না পান তাহলে কি করবেন?????
উপায় একটা আছে। আপনার যখন ০.২০$ ডলার হবে তখন আপনি এই টাকার বিনিময়ে ১ জন রেফারেল ভাড়া নিতে পারবেন। যারা ১ মাস আপনার জন্য কাজ করবে। তাহলে শুরুতে আপনাকে ০,২০ ডলার হওয়া পযন্ত একা একা কাজ করতে হবে।
ফরমুলা- ১ টাকা ইনভেস্ট না করে কিভাবে ইনকাম করবেন
#14 দিন ক্লিক করার পর আপনি 1$আয় করতে পারবেন।এই 1$ না তুলে(Withdraw না করে) 1$ দিয়ে ৫ টি Rented Referral কিনবেন।
You got a 100.00% upvote from @mitsuko courtesy of @tanmoy10!
এগুলা আগে করতাম। এখন এইসব বাদ দিয়ে দিয়েছি।
Congratulations @tanmoy10! You have completed the following achievement on Steemit and have been rewarded with new badge(s) :
Award for the number of comments received
Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Thanks for good info. Check out these,
Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
https://androidtech360degree.wordpress.com/2017/10/22/wad-ojooo-com/
You got a 4.46% upvote from @emperorofnaps courtesy of @tanmoy10!
Want to promote your posts too? Send 0.05+ SBD or STEEM to @emperorofnaps to receive a share of a full upvote every 2.4 hours...Then go relax and take a nap!
Sneaky Ninja Attack! You have just been defended with a 3.65% upvote!
I was summoned by @tanmoy10. I have done their bidding and now I will vanish...
woosh
A portion of the proceeds from your bid was used in support of youarehope and tarc.
Abuse Policy
Rules
How to use Sneaky Ninja
How it works
Victim of grumpycat?