Hello friends, first let me tell you something, if you don't know the words then you won't understand the real story of today's post. The thing is, my father died when I was only one and a half years old and my father died before my grandfather. That is why we have no house of our own.
My mother was only 18 years old when my father died so my maternal grandfather tried to marry my mother a second time. On the other hand, my father told my mother before he died that if I die, don't leave my son and go somewhere else, it is my request to you.
When my mother tried to keep my father's word, she ran away with me to another city, otherwise my maternal grandfather would give my mother a second marriage. So my mother ran away with me to another city. And because of this, we lost contact with the people of our village. About 25 years passed like this and I gradually grew up. And then me and mother decided that this time we will come to the village house and we will make a house of our own.
So we left the house in the city and left for the village with all our belongings and I came alone to the village and left all our belongings a few days later my mother was supposed to arrive. But my mother came to our village home but she could not come alive and brought the body suddenly my mother died due to heart block. So my house is not done anymore.
It's been almost six years since my mom passed away and still I can't build my own house because my uncles are not showing me any specific place where I can build a house. Finally a few days ago I was assigned a place to make my own house in that place.
**I shared with you some pictures of the surroundings of the place where I will build my house.
Actually it is almost impossible for me to get a house right now because I am not doing well financially right now. A few days ago I made a big loss while doing a business. Because of which I am now almost empty.
So building the house is now an almost impossible task for me. Still, I am hoping that Insha'Allah I will definitely make it home whether now or later, Insha'Allah.
I want to build a house by 2025 if Allah helps.
Be sure to comment and let me know how you feel about my new dream home. And when I complete the new house, I will definitely invite you all, you must come.
I dreamed from my childhood that I will have a house of my own with trees on its side and a pond on its side. I don't know if the great creator will ever give me the opportunity to make this dream come true.
So friends till today you all pray for me so that I can build my dream house.
Before ending one word if you have elderly parents in your house they don't care treat them well thank you.
Allah is Hafez
হ্যালো বন্ধুরা, প্রথমে কিছু কথা বলি আসলে কথাগুলো যদি আপনারা না জানেন তাহলে আজকের এই পোস্টটির আসল কাহিনীটাই আপনারা বুঝতে পারবেন না। কথাটা হলো, আমার বাবা মারা যান তখন আমার বয়স ছিল মাত্র দেড় বছর এবং আমার দাদুর আগে আমার বাবা মারা যায়। সেই কারণে আমাদের নিজেদের কোন ঘর করা হয়নি।
আমার বাবা যখন মারা যায় তখন আমার মায়ের বয়স ছিল মাত্র 18 বছর তাই তো আমার নানু আমার মাকে দ্বিতীয়বার বিবাহ দেওয়ার চেষ্টা করেন। অন্যদিকে আমার বাবা মারা যাওয়ার আগে আমার মায়ের কাছে বলেছেন আমি যদি মারা যাই তাহলে তুমি আমার ছেলেকে রেখে অন্য কোথাও যেও না এটা আমার অনুরোধ তোমার কাছে।
আমার মা আমার বাবার কথা রাখতে গিয়ে তখন আমাকে নিয়ে অন্য এক শহরে পালিয়ে চলে যায় তা না গেলে আমার নানু আমার মাকে দ্বিতীয় বিয়ে দিয়ে দিবেন। তাই আমার মা আমাকে নিয়ে অন্য শহরে পালিয়ে গিয়েছিল। আর এই কারণে আমাদের গ্রামের বাড়ির লোকজনদের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এভাবে প্রায় ২৫ টি বছর কেটে যায় আমিও ধীরে ধীরে বড় হয়ে গেলাম। এবং তখন আমি আর মা সিদ্ধান্ত নিলাম এবার আমরা গ্রামের বাড়িতে এসে আমরা নিজেদের একটি বাড়ি করবো।
তাই আমরা শহরের বাসাটি ছেড়ে দিয়ে আমাদের সকল জিনিসপত্র নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হই এবং গ্রামে আমি একা এসে আমাদের জিনিসপত্র সব রেখে যাই তার কয়েকদিন পরে আমার মায়ের আসার কথা। কিন্তু আমার মা তো আমাদের গ্রামের বাড়িতে এসেছেন কিন্তু জীবিত আসতে পারেনি দেহটা নিয়ে এসেছে হঠাৎ করে হার্ট ব্লক হয়ে আমার আম্মা মারা যায়। তাই আর আমার বাড়ি করা হয়নি।
আমার আম্মা মারা যাওয়া আজ প্রায় ছয় বছর হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত আমি আমার নিজের বাড়ি করতে পারিনি কারণ আমার চাচ্চুরা আমাকে নির্দিষ্ট করে কোন একটি জায়গা দেখিয়ে দিচ্ছেনা যে আমি সেখানে একটি বাড়ি করবো। অবশেষে কিছুদিন আগেই আমাকে একটি জায়গা নির্ধারণ করে দেওয়া হলো ওই জায়গায় আমার নিজের বাড়ি করার জন্য।
আমি যে জায়গায় বাড়ি করব তার চারপাশের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।
আসলে এই মুহূর্তে বাড়ি করা আমার পক্ষে প্রায় অসাধ্য কারণ আমি আর্থিকভাবে এখন তেমন একটা ভালো নেই। বেশ কয়েকদিন আগে আমি একটি বিজনেস করতে গিয়ে সেখানে বড় ধরনের একটি লস করে ফেলি। যার কারণে আমি এখন প্রায় শূন্য।
তাইতো বাড়িটি করা এখন আমার পক্ষে প্রায় অসম্ভব একটি কাজ। তারপরও আমি আশা করছি ইনশাআল্লাহ এখন হোক বা পরে হোক বাড়ি তো অবশ্যই করবো ইনশাআল্লাহ।
আমার ইচ্ছা আছে ২০২৫ এর মধ্যে আমি একটি বাড়ি করব আল্লাহ যদি সহায় হয়।
আমার স্বপ্নের নতুন বাড়ির চারপাশটা দেখে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি যখন নতুন বাড়িটি কমপ্লিট করব অবশ্যই আপনাদের সবাইকে আমি ইনভাইট করব আপনারা অবশ্যই আসবেন।
আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম আমার নিজের একটি বাড়ি হবে তার পাশে গাছ থাকবে তার পাশে পুকুর থাকবে সেখানে আমি মাছ চাষ করবো চারপাশে আমার ফল ফুলের বাগান থাকবে আমি হাস মুরগি গরু ছাগল লালন পালন করব এটা আমার একটা স্বপ্ন। আমি জানিনা মহান সৃষ্টিকর্তা আমার এই স্বপ্নটি কখনো বাস্তব করার সুযোগ করে দিবে কিনা।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার সেই স্বপ্নের বাড়িটি তৈরি করতে পারি।
শেষ করার আগে একটি কথা বলতে চাই আপনার ঘরে যদি বৃদ্ধ বাবা-মা থাকে তাদের যত্ন নেই তাদের সাথে ভালো ব্যবহার করে ধন্যবাদ।