ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

in #do8 years ago

লাইফ সাপোর্টে থাকা আর্জেন্টিনার শেষ সুযোগ এবার। ইকুয়েডরকে হারাতেই হবে। তাও আবা র১৬ বছরের অসাধ্য জয় করতে হবে। ইকুয়েডরের মাঠে ইকুয়েডরকে হারাতে পারেনি আর্জেন্টিনা ২০০১ সালের পর। এইবার সেই না পারা কাজটিই করতে হবে। কারন জয় ছাড়া অন্য কোন ফলই আর্জেন্টিনাকে ছিটকে দিবে বিশ্বকাপ বাছাই পর্ব থেকেই।

আর এমন গুরুত্বপূর্ন ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ:

রোমেরো (গোলরক্ষক), মার্সেডো, ওতামেন্ডি, ম্যাসচেরানো, অ্যাকুনা , সালভিও, বিগলিয়া,

পেরেজ, ডি মারিয়া, মেসি, বেনেদেতো ।

ইকুয়েডরের সম্ভাব্য একাদশ:

বাঙ্গুয়েরা (গোলরক্ষক), ভালেস্কো, এইমার, আরবোলেডা, রমিরেজ, রেনাতো ইব্রা, ইন্ট্রিয়াগো, সাভেলাস, রোমারিও ইব্রা, ভ্যালেন্সিয়া, ওরডোনেজ।

Sort:  

এবার পারবে।