বন্ধু......

in #dlive7 years ago

বন্ধুত্ব টিকিয়ে রাখতে জানতে হয়।
জন্মের পর থেকে রক্ত সম্পর্ক বাদে যেটা সবচেয়ে খাটি সম্পর্ক সেটা হল বন্ধুত্ব।
কোন স্বার্থ নাই। নীর্জলা দাবির অধিকার।

অাপনি স্বার্থের জন্য বন্ধু খুজবেন, স্বার্থওয়ালা বন্ধুগুলাই অাপনার কপালে জুটবে।
স্বার্থ নাই, ওরাও নাই। চুচময়ের বন্ধু অারকি। অনেক দেখেছেন নিশ্চিত।

তো বন্ধুত্বের হাজারো প্রমাণ কোটি লোকে দিবে। স্বাভাবিক। যেটা অাছে সেটারে তো মানতেই হবে।

অামার এক বন্ধুর কথা খুব মনে পড়ে। তখন গ্রামে থাকতাম। এক বিকেলবেলা চরম ঝগড়া করলাম ওর সাথে। ছোট ছিলাম।
ছোটোয় ছোটোয় ঝগড়া। সেই অবস্থাতেই মেরে একটা দাঁত ফেলে দিছিলাম ওর।
বুঝেন, অবস্থা কতটা গুরুতর!

তো রাগ করার কথা কার? বন্ধুর।
এখনকার দিন হলে তো অামারে মেরে ফেলার প্ল্যান বানাতে বসত।
বন্ধু যা করছিল, অনেক মহানুভব ব্যক্তির মাঝে তার ছিটেফোটাও দেখি নাই।

সকাল থেকে সন্ধ্যা অবধি অামার ঘরের সামনে দাড়িয়ে ছিল। রাগ ভাঙাবে অামার।
দিেলর এমন টান। অামিতো লজ্জায় মুখ দেখাতে পারিনা।

সেদিন থেকে অামাদের টা শুদ্ধ টেস্টেড বন্ধুত্ব।
মেবি স্ট্রঙ্গেস্ট ইন দা ওয়ার্ল্ড।

একটা কথা পড়েছিলাম।
বন্ধুত্ব একটা সুতার মতো। যার দুইপ্রান্ত দুই জনের হাতে। একজন টান দিলে অন্যজনরে ঢিল দিতেই হবে। নাহলে সুতা ছিড়ে যাবে।

অাবার এমন না অাপনি টান দিয়েই গেলেন অারেকজন ঢিল দিয়েই গেল। একসময় ওর হাতের সুতাটাও ফুরোবে। সেটা খুজে এনে হাতে ধরিয়ে দেয়া অনেক কঠিন।

একটা জিনিস শিখেছিলাম সেদিন,
বন্ধুত্বটা সারাজীবনের। রাগ কয়েক মুহুর্তের।
ছোটোর জন্য বড়টারে কাটা যায়না।

বড়র জায়গায় বড় থাকুক।
তার সম্মান থাকুক। বিশ্বাস থাকুক। দিলের টান থাকুক। হঠাৎ দেখায় চোখের কোণে পানি থাকুক। অাড্ডা থাকুক।

সব থাকুক।

অনেকগুলা রঙিন সুতো হাতে নিয়ে জীবনটা যেন পার করে দেয়া যায়।

<3 <3 <3

Sort:  

This post has received a 0.10 % upvote from @drotto thanks to: @nirobhridoy.