চীনে গত পাঁচ মাসের মধ্যে আজ বুধবার সবচেয়ে বেশি করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরপরই দুটি প্রদেশের চারটি শহর লকডাউন করা হয়েছে। দেশটিতে করোনার সংক্রমণের নতুন তরঙ্গ ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
লকডাউন হওয়া শহরগুলো হলো হেবেই প্রদেশের শিজিয়াজহং, শিংতাই ও ল্যাংফাং এবং হেলিওংজিয়াং প্রদেশের সুইহা।
চীনে নতুন করে কোভিডে আক্রান্ত হওয়া ব্যক্তিদের বেশির ভাগই রাজধানী বেইজিংয়ের কাছাকাছি থাকেন। তবে দেশটির সরকারি তথ্য অনুযায়ী, উত্তর-পূর্বের একটি প্রদেশেও করোনার সংক্রমণ বাড়ছে। তাই ওই প্রদেশের ২ কোটি ৮০ লাখ মানুষকে হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
Congratulations @ds3! You received a personal badge!
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
bad news
valo noy asolei
:(
amio sunlam
hm
dekha jak ki hoy
amio sunlam