মানুষের ওপর রঙের প্রভাব নিয়ে প্রচলিত ধারণার অভাব নেই। যেমন বলা হয়, লাল রং সক্রিয় করে, নীল আস্থা জাগায় আর সবুজ দেয় আরাম। কিন্তু বিজ্ঞানের মানদণ্ড ব্যবহার করে রঙের প্রভাবের প্রমাণ পাওয়া কি সম্ভব? একাধিক বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে মানুষের আচরণের ওপর রঙের প্রভাবের বিষয়টি খোঁজা হচ্ছে।