দীপিকার 'ঘুমর' গানের নেপথ্য কাহিনি জানলে চমকে উঠবেন!

in #collected7 years ago

তিনি সবসময় চেয়েছেন ভিন্ন স্বাদের সিনেমা উপহার দিতে। সেক্ষেত্রে তিনি সফল। ‘বাজিরাও মাস্তানি’র পর ‘পদ্মাবতী’ দিয়ে আবারও পর্দায় ইতিহাস নির্ভর গল্প তুলে ধরেছেন সঞ্জয় লীলা বানসালি। কয়েকদিন আগে মুক্তি পায় ‘পদ্মাবতী’ ছবির প্রথম গান। আর তা নিয়ে আলোচনা শেষ হচ্ছে না বলিউডে।
শুরু থেকেই নির্মাতার এই সিনেমা বিতর্ক ও আলোচনায় রয়েছে। রাজপুত কর্নি সেনাদের তাণ্ডব চলছে শুটিং থেকেই। এসব কিছুর মধ্যেও নিজেদের সেরা অভিনয় দিয়েছেন দীপিকা পাড়ুকোন, শহীদ কাপুর ও রণবীর সিং। সম্প্রতি মুক্তি পেয়েছে 'পদ্মাবতী'-র প্রথম গান 'ঘুমর'। যেখানে দীপিকার নাচ সকলকেই মুগ্ধ করেছে। 'ঘুমর' গানটি একটি লোকগীতি যেটার সঙ্গে বিয়ের পর প্রথমবার কনের পোশাকে পদ্মিনী তার শাশুড়ি মা অর্থাৎ রানির সামনে নাচেন সিনেমায়। আর এই গানকে ঘিরে তৈরি হয়েছে নতুন গবেষণা। যে পোশাক পরে দীপিকা 'ঘুমর' গানে নেচেছেন, তার কাহিনি জানলে চমকে উঠবেন।
এই গানের শুটিংয়ে দীপিকা যে লেহেঙ্গা এবং গয়না পরেছেন তার ওজন কত জানেন? জানা গেছে, দীপিকার লেহেঙ্গার ওজন ৩০ কেজি। পোশাকটি ডিজাইন করেছেন রিম্পল নারুলা। যার দাম ২০ লক্ষ রুপি। আর এত ভারি লেহেঙ্গা পরেই অনায়াসে টানা ১২-১৪ ঘণ্টা শুটিং করেছেন নায়িকা। তবে শুধু লেহেঙ্গাই নয়, দীপিকার পরনে ছিল ৩ কেজি ওজনের গয়না। যেটা তনিশক্-এর ডিজাইন করা। যার মধ্যে রয়েছে রাজপুতদের ট্রাডিশনাল চোকার, নথ, বালা, বাজুবন্ধ এবং নুপূর। আর এতকিছু পরেই অবলীলায় নেচেছেন দীপিকা।
শোনা যাচ্ছে, দীপিকার এই গয়না নাকি ২০০ জন কারিগর ৬০০ দিন ধরে বানিয়েছেন। সেই ভিডিও প্রকাশ করা হয়েছে সম্প্রতি। তবে অবশ্য এবারই প্রথম নয়, এর আগে বানসালির 'রামলীলা' সিনেমাতেও ভারি পোশাক পরেছিলেন দীপিকা, তবে সেটা খুবই অল্প সময়ের জন্য। এরপর ‘বাজিরাও মাস্তানি’ সিনেমাতেও ভারি পোশাক পরে অভিনয় করেছিলেন। এর আগে মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া তার ‘দেবদাস’ সিনেমায় ভারি পোশাক পরে নেচেছিলেন। 61078365.jpg

Sort:  

nice post

nice post

ওরে বাবা

ekta dress er ojon e jodi eto hoy.. baba re

gd sahadat0155

nice and good

One of my fav actresses

depika worked hard.best of luck and hope she will do well

Thank you for sharing. Good luck.

Please follow and upvote.

hhmmm porisrom er fol to valoi

bangla post