এক বছরেই পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেছে এক ডিগ্রি

in #collected7 years ago

এক বছরেই পৃথিবীর তাপমাত্রা এক ডিগ্রি বেড়ে গেছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাঁচ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখার অঙ্গীকার করে আজ অনেক দেশ প্যারিস জলবায়ু চুক্তি ভঙ্গ করে চলেছে। বাংলাদেশের সামনে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন বর্তমানে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’
৩০ অক্টোবর সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে জলবায়ু সম্পর্কিত কনফারেন্স অব পার্টিজ-কপ-২৩-কে সামনে রেখে এক সেমিনারে বক্তারা এ সব কথা বলেন।
সেমিনারে বন ও পরিবেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ বলেন, আগামী দুই বছরের মধ্যে পৃথিবীর তাপমাত্রা আরও দুই ডিগ্রি বেড়ে গেলে জলবায়ুর পরিবর্তনে পৃথিবীব্যাপী আরও বড় বিপর্যয় নেমে আসতে পারে।
তিনি বলেন, পৃথিবীর সব দেশেই রাষ্ট্রের ক্ষমতাকে শিল্পপতিরা নিয়ন্ত্রণ করে থাকে। কিন্তু জলবায়ু তহবিলে তারা প্রতিশ্রুত অর্থ দিচ্ছে না। বাংলাদেশের পক্ষে আসন্ন কপ-২৩ সম্মেলনে প্রস্তাবনা তৈরি করে উপস্থাপন করার জন্য নাগরিক সমাজের প্রতি তিনি আহ্বান জানান।
দেশের ১০ সংগঠনের সমন্বয়ে গঠিত কোস্টাল এসোসিয়েশন ফর বাংলাদেশ সোস্যাল ট্রান্সফরমেশন ট্রাস্ট (কোস্ট) কনফারেন্স অব পার্টিজ-কপ-২৩-কে সামনে রেখে বাংলাদেশের পক্ষ থেকে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. খলিকুজ্জামান আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ। সেমিনারে বক্তব্য রাখেন বিশিষ্ট পরিবেশবিদ ড, আতিক রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রাশেদুজ্জামান, কোস্টের নির্বাহী পরিচালক রিয়াজুল করিম চৌধুরী, পরিবেশ সাংবাদিক নেতা কামরুল ইসলাম চৌধুরী ও সালাউদ্দিন বাবলু প্রমুখ।
সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ইকুইটিবিডি’র নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমিনুল হক।
উল্লেখ্য, জার্মানিতে অনুষ্ঠেয় আসন্ন কপ-২৩ সম্মেলনে বাংলাদেশ থেকে ২৯ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল যোগ দেবে। আগামী ৬ থেকে ১৭ নভেম্বর কপ-২৩ অনুষ্ঠিত হবে।

Sort:  

wow good post bro

good post

everyday wright 1 post please.

Thank you for sharing

great post

got many info from this post.

Nice post. Thank you for share. Good Luck.

Follow and up-vote.

at first we want to change then we can change the tempature

Nice post,,,plz follow me,,upvote & comment my post...

https://steemit.com/@taniya6002

many information

informative post for us

gd post

😱😱😱😱

oh no