বৃক্ষ

in #collected7 years ago

প্রকল্প এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধাবোধ থেকে নির্মাণাধীন সময়ে একটি গাছও কাটা হয়নি। মূল গেটের বাঁ পাশে ওয়েটিং এরিয়ার ওপর যে ছাদ বানানো হয়েছে, সেখানেও গাছ যাতে কাটা না লাগে, সেভাবে করা হয়েছে। প্রবেশ পথের দুই পাশেই যে থুজা গাছ ছিল, সেগুলোকেও কাটা হয়নি। বরং এখান থেকে তুলে অন্য জায়গায় লাগানো হয়েছে। পুরো প্রকল্পে যত গাছ আছে, তাদের অধিকাংশই আগে থেকেই সেখানে ছিল।cdm1-260873206.jpg