বাংলাদেশকে উন্নত করতে হলে এই সমাজকে পরিবর্তন করতে হলে সবার আগে আমাদের নিজেদের পরিবর্তন হবে। এইতো কদিন আগে আন্দোলন হলো নিরাপদ সড়ক চাই নিরাপদ সড়ক চাই কিছু শিক্ষার্থী মারাও গেল অনেকে জেনে গেল অনেক গাড়ি ভাঙচুর হলো কিন্তু রেজাল্ট আমরা কি পেলাম। যেই শিক্ষার্থীরা দাবি আন্দোলনের জন্য রাস্তায় নেমেছিল রাস্তা অবরোধ করেছিল আজকে তাদের অনেকেই রাস্তার নিয়ম কানুন ভেঙে ট্রাফিক আইন না মেনে দেখা যায়।
কিছুটা সামনে ফুটওভার ব্রিজ তা ব্যবহার না করে সময় বাঁচানোর জন্য কিংবা কষ্ট থেকে মুক্তি পাওয়ার জীবনের ঝুঁকি নিয়ে বড় বড় গাড়ির সামনে দিয়ে গাড়ি কে হাত দিয়ে থামিয়ে সামনে দিয়ে চলে যাওয়ার চেষ্টা। এখন একটা গাড়ী এসে যদি মেরে যায় তদায় আবার আন্দোলন শুরু হবে। রাস্তার পাশে পাতা আছে কি জন্য মানুষ এটা ব্যবহার করে না বাসে উঠার জন্য মানুষ একেবারে রাস্তার মাঝখানে গিয়ে তারায়। আসলে এগুলো তো ঠিক না।
বিদেশ থেকে মানুষ ঘুরে এসে বলে বিদেশের রাস্তা অনেক পরিস্কার বাংলাদেশের রাস্তা এত নোংরা কেন তারাই তো বাংলাদেশের রাস্তায় যেখানে সেখানে থুথু ফেলা বাদামে সিলকা ফেলায় চিপসের প্যাকেট যেখানে-সেখানে ফেলে আসে আর সব থেকে খারাপ লাগে যখন বাংলাদেশের মানুষরা টুরিস্ম সিলেট বান্দরবান বিভিন্ন জায়গায় ঘুরতে যায় কক্সবাজারে সেন্টমার্টিন সেখানে আমরা কি দেখি মানুষ যে ময়লাগুলো সেখানে ফিরে আসে প্রাকৃতিক পরিবেশ টাকে নষ্ট করে আসে হায়রে মানুষ