একটি ইঁদুর এক চাষীর ঘরে বাসা বেঁধে ছিল।
একদিন ইঁদুরটিদেখলো চাষী আর তার স্ত্রী থলে
থেকে কিছু একটা জিনিস বের করছেন। ইঁদুর ভাবলো থলের
ভিতর নিশ্চয়ই কোনো খাবার আছে, তাই সে
গুটি গুটি পায়ে এগোলো। এগিয়ে দেখলো
সেটা খাওয়ার কিছু নয়, সেটা ছিল একটা ইঁদুর
ধরার ফাঁদ।
ফাঁদ দেখে ইঁদুর পিছোতে থাকলো। ইঁদুরটি
বাড়ির পিছনের খোপে থাকা পায়রাকে গিয়ে বলল-
জানো আজ বাড়ির মালিক একটা ইঁদুর ধরার
ফাঁদ এনেছে !! এটা শুনেপায়রা হাসতে
থাকলো আর বলল- তাতে আমার কি?
আমি কি ওই ফাঁদে পড়তে যাব না কি?
নিরাশ হয়ে ইঁদুরটি মুরগীকে গিয়ে একই কথা
বলল। মুরগী ইঁদুরকে হেয় করে বলল- 'যা ভাই এটা
আমার সমস্যা নয়।'
ইঁদুরটি হাঁপাতে হাঁপাতে মাঠে গিয়ে
ছাগলকে শোনালো। ছাগল শুনে হেসে
লুটোপুটি খেতে থাকলো।
কেউ তার কথার গুরুত্ব দিলনা,তার
সহযোগীতায় কেউ এগিয়ে এলোনা।
সেই দিন রাত্রে 'ফটাস' করে একটি শব্দ হলো,
ফাঁদে একটি বিষাক্ত সাপ আটকে গিয়েছিল।
অন্ধকারে চাষীর স্ত্রী সাপের লেজকে ইঁদুর
ভেবে বের করলো, আর সাপটি তাকে ছোবল
মারল।
অবস্থা বেগতিক দেখে চাষীটি ওঝাকে
ডাকলো।
ওঝা তাকে পায়রার মাংস খাওয়ানোর
পরামর্শ দিল।
পায়রাটি এখন রান্নার হাঁড়িতে।
চাষীর স্ত্রীর এই সংবাদ শুনে তার বাড়িতে
আত্মীয় স্বজন এসে হাজির হল। তাদের খাওয়ার
বন্দোবস্তের জন্য মুরগীকে কেটে ফেলা হল।
মুরগী বেঁচারিও এখন রান্নার হাঁড়িতে।
দিন দুই পর চাষীর স্ত্রী মারা গেল। আর তার
মিলাদের দিন ছাগলটিকেও কেটে ফেলা হল।
ছাগলও হাঁড়িতে রান্নার জন্য চলে গেল।
ইঁদুর তো আগেই পালিয়ে ছিল, দুর..বহুদূর।
কি শিক্ষা পেলাম ...
যদি কেউ আপনাকে তার সমস্যার কথা শোনায়
আর আপনি ভাবেন যে এটাতো আমার সমস্যা নয়,
যার সমস্যা তার ব্যাপার!
তবে একটু দাঁড়ান, আর একবার ভালো করে
চিন্তা করুন,আপনার অবস্তাও কখনো এমন হতে
পারে। মানুষ মাত্রই সমাজবদ্ধ জীব। সমাজের
একটা অংশ, একটি ধাপ বা পর্যায়, একজন নাগরিক
যদি বিপদে থাকেন তবে পুরো দেশ বিপদে
পড়তে পারে!!
মনে রাখবেন
মানুষ মানুষের জন্য
আর মানবতা সবার জন্য।
বন্ধু হতে চাইলে হতে পার।...
খুবই শীক্ষনীয় পোস্ট ছিল,,ভাল জিনিসই শিখলাম,,
ধন্যবাদ এত সুন্দর ভাবে বিষয় টি শেয়ার করার জন্য
thank you :-)
Congratulations @shakil019! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :
Award for the number of upvotes
Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP