My poem

in #busy7 years ago

চিরকালীন
~
.
মেয়েটি যেদিন বড় হয়ে গেল
সেদিন সাগরের জল ছুঁয়ে
সূর্যের প্রথম আলো
তার মুখে আবির ছড়ালো!
বুকে তার সমূদ্র আছড়ালো,
একটি সীগাল পাখী
সাগরের নীল জল ছুঁয়ে
আকাশে উড়ে গেল।
সেদিন রাতে চাঁদের নরম আলো
তাকে আদর করে গেল!
.
কিছুদিন পর একটি ছেলে এল,
অবাক চোখে মেয়েটির দিকে তাকালো,
মেয়েটি চোখ নামালো
সেদিন সে আরো বড় হয়ে গেল।
.
ছেলেটি তাকে কিছু বলতে চাইলো,
কিন্তু পারলো না,
মনে মনে শুধু বললো

  • বুঝতে কী পার না
    আমি তোমায় ভালবাসি!
    মেয়েটির মুখে তখন লাজুক হাসি
    মনে মনে সেও বললো
  • বাসি, বাসি, আমিও তোমায় ভালবাসি!
    .
    দুজনার দৃষ্টি হয়ে গেল লীন,
    সে দৃষ্টি চিরকালীন!