শহরের কোলাহল থেকে এক ভিন্ন জগতে নিজেকে আবিষ্কার করেছিলাম।এখানে কোন যানবাহনের শব্দ নেই . নেই ইট কাঠ পাথরের বড় বড় অট্টালিকা। এখানে হিজলের বিজন, ছলছল পাহাড়ী নদী আর মেঘালয়ের মায়াময় পাহাড়গুলো দেখছিলাম কাছ থেকেই।জলপথ ধরে প্রাকৃতিক শোভা প্রাণ জুড়িয়ে দেয়া এক অনুভূতি। হাওরের স্বচ্ছ নীল জলের সঙ্গে চারদিকে হিজল-করচের শোভা সে এক ভারি সুন্দর। সারাদিন হাওড় চষে বেড়ানো আর রাতে চলে সীমান্তবর্তী এলাকা টেকেরঘাটে রাত কাটানো। বাংলাদেশের হাওর আর অন্য পাশে ভারতের মেঘালয়ের পর্বতমালা।
@tareqnation, I gave you a vote!
If you follow me, I will also follow you in return!