শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় নিরাপত্তা বাহিনী বিএসএফ এর সদস্যরা বাংলাদেশে অনুপ্রবেশ করে দফায় দফায় গুলি বর্ষণ ও ঘরবাড়ি ভাংচুর করেছে। এতে ৪ বাংলাদেশী গুলিবিদ্ধ হয়েছে। এ সময় বিএসএফ সদস্যরা আব্দুল খালেক (৭২) নামের এক বাংলাদেশী বৃদ্ধকে ধরে নিয়ে গেছে। শনিবার দুদেশের পতাকা বৈঠকের পর তাকে বাংলাদেশী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর বিজিবির পক্ষ থেকে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওপারে বিএসএফ তাদের শক্তি বৃদ্ধি করেছে বলে সীমান্ত সূত্র জানিয়েছে।
গ্রামবাসী ও গুলিতে আহতরা জানান, ভারতীয় বিএসএফ এর এক জওয়ান বাংলাদেশ সীমান্তের ৪০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে দক্ষিণ মাদলা এলাকা থেকে ভারতীয় দাবি করে একটি গরু নিয়ে যেতে চায়। এ সময় গ্রামবাসী তাকে বাধা দেয়। তখন সে বন্দুকের বাট দিয়ে নানু মিয়াকে আঘাত করে। তখন সে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে বিএসএফের সঙ্গে গ্রামবাসীর সংর্ঘষ হয়। ওই জওয়ান ফিরে গিয়ে আরও ৩০/৩৫ জন বিএসএফ সদস্যদের নিয়ে এসে গ্রামবাসীর উপর হামলা চালায়। তারা দফায় দফায় গুলি বর্ষণ করে। মাদলা গ্রামের বাসিন্দারা জানিয়েছেন বাংলাদেশের ৪/৫ শ’ গজ ভেতরে ঢুকে পড়ে বিএসএফ জওয়ানরা। বিএসএফ বেশ কয়েকটি বাড়ি ঘর ভাংচুর করে। এ সময় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।