মর্নিং ওয়াক এর পরে যা খুদা লাগে আহ
পার্কের কাছে হয়াতে রান্নাঘর টা ভালো লাগে আগেও খেয়েছি।
তাই আজো গেলাম আমরা ৩ বান্ধুবি আর এক ছোট বোন। আমার খুব ইচ্চা খাসির পায়া খাবো।
আইটেম :
খাসির পায়া : ৮০ টাকা
রেটিং : ২/১০ ( প্রথমবার বাইরে খাসির পায়া খেলাম। এক্টুও ভাল্লাগেনাই। কেমন জানি! পায়া এমন হয় নাকি রেস্টুরেন্ট এর গুলা কে জানে। ভাল রিভিউ পাইয়া টেস্ট করতে চাইলাম।হতাশ। এতো চিকন চিকন পায়া আল্লাহ জানে খাসির পায়া নাকি অন্য কিছু নাইলে এত কেন এত চিকন বুঝলাম্না )
পরোটা : ১০ (৮/১০)
সবজি/ ডাল : ২০ (৮/১০)
পায়া ছাড়া সবই ভাল ছিল