#একবারহতেচাই
বিশ্বজীৎ বণিক
একবার হতে চাই তোমার প্রেমের দুঃসাহসী নাবিক।
হতে চাই ঠিক তুমি যা চাও,
তুমি চাইলে হয়ে যাবো রজনীগন্ধা
তোমার খোঁপায় ঠিক জায়গা করে নেবো।
তুমি চাইলে না হয় হবো--
একলা রাতের জোনাকি।
তুমি কি হবে?
আমার বনলতা সেন।
বদ্ধমূল আমি --
একা একা রাতের অন্ধকারে খুঁজে ফিরি ।
জানো তুমি এলে--
স্বপ্ন গুলো আরও রঙ্গিন হয়ে ওঠে ।
তুমি আমায় এত আবেগ উপহার দিয়েছো
তোমার জন্য এটুকু অনেক কম;
আমি আগাগোড়া কম কথা বলা , মুখচোরা ছেলে।
আমার এখনো মনে আছে ,
ক্লাস ইলেভেন
কম কথা বলার কারণে
অনেক কথাই বাকি থেকে গেছে ;
সেই না বলা কথা গুলো আজ গদ্যময়।