আজব হলেও সত্য যে, ইন্দোনেশিয়ার কেলিমুতু আগ্নেয়গিরির ৩টি হ্রদের পানির রং ক্ষণে ক্ষনে বদলায়। আর এ নিয়ে পর্যটকদেরও কৌতুহলেরও শেষ নেই। হ্রদ ৩টি হলো-
১) তিওউ আতা মবুপু এর পানির রং নীল,
২) তিওউ নুওয়া মুরি কু ফাই এর পানির রং সবুজ,
৩) তিওউ আতা পোলো এর পানির রং লাল।
কিন্তু এ রং সর্বদা এক রকম থাকে না। ক্ষণে ক্ষণে বদলায়। কখনো এ হ্রদগুলোর পানির রং সাদা, ফিরোজা, নীল ও লাল হয়। আবার কখনো তা পরিবর্তিত হয়ে কালো, ফিরোজা, নীল ও কোকাকোলা ব্রাউন হয়।
বিশেষজ্ঞদের মতে পানির এ রং বদলানোর জন্য পানিতে অবস্থানরত শ্যাওলা ও ব্যাকটেরিয়া দায়ী। আবার হ্রদগুলোর পানির রং বদলানোর জন্য আগ্নেয়গিরির গ্যাসের ভূমিকা রয়েছে বলেও অনেকে মনে করেন।
এ হৃদগুলোর স্থানীয় নাম বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। তা হলো-
১) বৃদ্ধের হ্রদ, ২) যুবকের হ্রদ ও ৩) মন্ত্র:পূত হ্রদ। স্থানীয়দের বিশ্বাস পরলোকের সাথে এ হ্রদগুলোর যোগসূত্র রয়েছে। তাদের মতে- পরলোকের দেবতা মায়ে বিগত আত্মাদের কৃতকর্ম অনুযায়ী একেকটি হ্রদে প্রেরণ করেন।
কিন্তু প্রকৃতপক্ষে এ হ্রদগুলোর পানির রং বদলানোর আসল রহস্য আজও উদঘাটিত হয়নি।
-----------------------------০০০-----------------------------