আজকে 'শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স' নিয়ে কিছুটা লিখব। হয়ত অনেকেই জানি না যে 'শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স' কি আসলে।
রোলার স্কেটিং খেলাটি ইউরোপ কিংবা আমেরিকায় জনপ্রিয়তার তুঙ্গে থাকলেও কয়েক বছর আগেও বাংলাদেশে খুব একটা পরিচিত ছিল না। কিন্তু বর্তমানে তরুণদের কাছে রোলার স্কেটিং খেলা এখন বেশ জনপ্রিয়ই হয়ে উঠছে। দেশের প্রায় সবকটি জেলায়ই এখন দিনে দিনে এ খেলাটি জনপ্রিয় হয়ে উঠছে। খেলাটি ব্যয়বহুল আর ঝুঁকিপূর্ণ। তারপরও বাংলাদেশে এ খেলাটি জনপ্রিয় হয়ে উঠেছে। এ জন্য বাংলাদেশে 'শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স' নিমিত্ত হয়েছে। আমি মনে করি, এখন আর তারুণ্য শুধু ঘরে বা বাসার পাশের রাস্তায় শখের বসে স্কেটিং করে না। এটিও বাংলাদেশে ক্রিকেট এর মতো জনপ্রিয় হয়ে উঠবে।
You got a 50.00% upvote from @whalepromobot courtesy of @shahedadib!
You got a 33.33% upvote from @joeparys! Thank you for your support of our services. To continue your support, please follow and delegate Steem power to @joeparys for daily steem and steem dollar payouts!
You got a 75.00% upvote from @bid4joy courtesy of @shahedadib!
This post has received a 18.28 % upvote from @boomerang.