জীবনে ভালোকিছু করতে গেলে অনেক বাঁধা বিপত্তি আসতেই পারে, তাই বলে সেই কাজ থেকে বিরত থাকলে আপনি আপনার লক্ষ্যে পৌছাতে পারবেন না। সফলতা ঠিক তেমনি একটি জিনিস, যার কাছে পৌছাতে গেলে অনেক পিছুটান আসবেই। সেই সব পিছুটানকে উপেক্ষা করতে পারলেই সফলতা পাওয়া সম্ভব। আমার মতে সফলতা পাওয়া সম্পর্ণ নিজের মনের ব্যাপার, মন থেকে কোনো কাজ করলে সেই কাজে আপনি সফলতা পাবেনই। আর যদি নিজের মনই দূর্বল থাকে তাহলে আপনি কিভাবে সফলতা পাবেন। কোনো সফল ব্যাক্তি এমনি এমনি সফল হয়নি তার সফলতার কারণ খুঁজলেই পাবেন কত বাধা অতিক্রম করে সে সফল হয়েছেন।
আপনি যখন আপনার সফলতার দিকে এগিয়ে যাবেন তখন আপনাকে পিছিয়ে আনার জন্য অনেকেই আপনার কাজে বাঁধা দিবে । আর তাতে যদি আপনি হতাস হয়ে পড়েন তাহলে আপনার সফলতার দিকে পথচলা সেখানেই শেষ। সুতরাং মনে রাখবেন অল্পতেই হতাস হবেন না।
আবার আমরা অনেকেই আছি যারা একসাথে অনেক কিছুর পেছনে ছুটি, যে একটাতে সফলতা না আসলেও অন্যটাতে আসে এই আশায়। কিন্তু আপনি যদি সব কিছুর পেছনে একবারে না ছুটে আপনি যে কাজটা ভাল পারেন , ভাল বোঝেন সেই কাজটাই করেন। তাহলে আপনি খুব তাড়াতাড়ি সফলতার দাড় প্রান্তে পৌছাতে পারবেন।
ভালো লাগলে অবশ্যই জানাবেন।