Treatment In India | A great Place for Bangladeshi.
প্রতি বছর হাজার হাজার বাংলাদেশী চিকিৎসার জন্য পাশের দেশ ভারতে এসে থাকে। এখানে চিকিৎসার মান এবং খরচাদি অন্যন্য দেশের তুলনায় কম হওয়াতে সবাই আগ্রহী হয়েই এসে থাকেন। অনেক গুলো জনপ্রিয় হাসপাতাল ভারতে রয়েছে, এর মধ্যে -
০১) টাটা মেমোরিয়াল হাসপাতাল,মুম্বাই
০২) আমেরিকান অনকোলজী ইনস্টিউড, হাইদ্রাবাদ
০৩) চেন্নাই এপোলো ক্যান্সার হাসপাতাল, চেন্নাই
০৪) নারায়নী হাসপাতাল, বেঙ্গালুর
০৫) ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ, ভেইলুর
অন্যতম।
আজকে আমি ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ, ভেইলুর নিয়ে বিস্তারিত আলোচনা করব।
বাংলাদেশ থেকে যে কয়টা হাসপাতালে সবচেয়ে বেশি চিকিৎসা নিতে মানুষজন আসেন তার মধ্যে এটি প্রথম। এর প্রথম হওয়ার বিশেষ কিছু কারণ রয়েছে - যেমন: চিকিৎসার মান, কম খরচ, থাকার পরিবেশ, যাতায়াত সুবিধা।
এখানে চিকিৎসা নিতে আসা লোনজনের সাথে কথা বলে জানা গেছে, এর চিকিৎসা পদ্ধতি একটু সময় সাপেক্ষ অর্থাৎ আপনাকে এখানে সময় বেশি নিয়ে চিকিৎসার জন্য আসতে হবে।
এখানে আসার জন্য প্রথমে এদের ওয়েব সাইটে গিয়ে আপনার সমস্যা আনুযায়ী ডা: এর এপয়েনমেন্ট নিয়ে নিবেন। আপনি যে তারিখ পাবেন তার ১/২ দিন আগে উপস্থিত থাকবেন।
হাসপাতালের সামনেই কম দামে ভাল কিছু হোটেল/লজ পেয়ে যাবেন।
আসার পরদিন দিনের শুরুতে ডা: এর এপয়েনমেন্টের কপি, পাসপোর্ট নিয়ে (৯০০বি) বিল্ডিং থেকে রেজিট্রেশন করে নিলে আপনার ডা: দেখাতে কোন সমস্যা রইলো না। ধন্যবাদ। !
Hotel Address :
Bangladeshi Community:
Congratulations @makkcoin! You have completed the following achievement on Steemit and have been rewarded with new badge(s) :
Award for the number of upvotes received
Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
To support your work, I also upvoted your post!
Do not miss the last post from @steemitboard:
SteemitBoard World Cup Contest - The results, the winners and the prizes
Congratulations @makkcoin! You received a personal award!
You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking
Do not miss the last post from @steemitboard:
Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!