বাংলাদেশের একটা
প্রতিনিয়ত দেখা জায়
সাধারন গ্রাম বাংলায় এমন অনেক
চায়ের দেকান দেখা জায়
ভাবেন শীতের সকালে
এক কাপ রঙ চা
সাথে যদি একটা টেস্ট বিস্কিট থাকে
তাহলে কেমন মজা হয়
এমন ভাবে জদি সাথে থাকে
কিছু বন্ধুরা তাহলে ভাবেন
অ্যাড টা কেমন জম্বে
Really আমার তে ভাবতেও
ভালে লাগছে যে
সময়টা কেমন হবে
যদি এমন হয়
ছবিটা দেখে তে মনে হয়
বুঝতেই পারছেন
সময়টা কেমন জেতে পারে
আসলেই অসাধারন হবে বলে
মনে করি
কিন্তূ শহরে এমনটা দেখার সাধ্য কই
এখন তে সব আটকে আছে চার দেয়ালের মাঝে
এমন সব অসাধারন দ্রস্য দেখার
উপায় কই এখন
যদি ভালে লাগে তাহলে
অনুরেধ থাকবে
cmnt করার
ভালে নতুন কিছু করার সুজেগ করে দিতে পারেন
ধন্যবাদ সবাই কে
Nice post 👍👌
upvt to upvt
ধন্যবাদ আপনাকে