চলে গেলেন সাহিত্যিক অরুণ সেন

in #bd4 years ago

image.png

নন্দিত সাহিত্যিক ও গবেষক অরুণ সেন আর নেই। গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় কলকাতার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্যান্সারে আক্রান্ত ছিলেন অরুণ সেন।বাংলাদেশের প্রকাশক ও চেইন বুকশপ বাতিঘর- এর কর্ণধার দীপঙ্কর দাস এই তথ্য নিশ্চিত করেছেন।দীপঙ্কর দাস বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অরুণ সেনের যে নিবিড় সম্পর্ক তা ভুলবার নয়। বাংলাদেশের লেখক থেকে সাধারণ পাঠকের অবাধ যাতায়াত ছিল তার বাড়িতে। তিনি বাংলাদেশকে ভীষণ ভালোবাসতেন।’অরুণ সেন যে দুটি বিষয়ে অনেককাল ধরেই নিমগ্ন, তার একটি বিষ্ণু দে, অপরটি বাংলাদেশ। এই দুই প্রসঙ্গে তার বইয়ের সংখ্যাও বেশ কিছু।তার অনন্য দুই কীর্তি- গবেষণাগদ্য ‘সেলিম আল দীন: নাট্যকারের স্বদেশ ও সমগ্র’ আর সম্পাদিত গ্রন্থ ‘মোহাম্মদ রফিক: নির্বাচিত কবিতা’।অরুণ সেনের জন্ম ১৯৩৬ সালে। পূর্বপুরুষ পূর্ববঙ্গের হলেও আজন্ম কলকাতাবাসী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ শেষ করে কলকাতারই একটি কলেজে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপনা করেন অবসরকাল পর্যন্ত।বাংলাদেশের সাহিত্যে তার আগ্রহ ও চর্চার কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে বাংলাদেশ বিষয়ে অতিথি অধ্যাপক হিসেবে আমন্ত্রিত হন। সেখানকার কর্মসূত্রে বাংলা বিভাগের ওই বিষয়ের পাঠক্রম তৈরি করেন তিনিই।