It rained all day today | আজ সারা দিন বৃষ্টি

in #bangladeshlast year

"Bismillahir Rahmanir Rahim"
Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuhu.

Dear friends we have been having a lot of rain here since this morning. This rain has made it almost impossible to leave the house. Field land, field roads are flooded. Especially the brick roads of the village have become slippery due to which people are very uncomfortable walking on this road.

image.png

In fact, what will our creator do if he rains for us, we say why is he giving so much rain, even if God does not rain, we say that it is so hot, can't God give a little rain, then what will our creator do, whatever he gives, we are not satisfied with it.

image.png

In fact, rain has advantages as well as disadvantages, I think there are more advantages than disadvantages. This means that if there is no rain in the field, if there is no water in the field, there will be no good harvest. Then if it doesn't rain, how can you apply the amount of heat that is generated in the environment, it is never possible without sweets.

image.png

If there is no rain, there will be no water in the canal, and if there is no water, there will be no fish. Even after receiving so many benefits, we cannot be satisfied.

image.png

Earlier, when we were children, we used to dance with joy when we saw the rain, because it was good to play in the rain. We used to go to the field with a ball. No, rather one becomes addicted to a mobile phone.

I really like rainy days, friends, don't forget to comment how you like it. See you so far today, thanks for the next post.

Thank you very much for reading my post.


"বিসমিল্লাহির রাহমানির রাহিম"
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

প্রিয় বন্ধুরা আজ সকাল থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে ঘর থেকে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে গিয়েছে। ক্ষেতের জমি মাঠঘাট চলাচলের রাস্তাঘাট পানিতে থৈ থৈ করছে। বিশেষ করে গ্রামের ইটের রাস্তা গুলো পিচ্ছিল হয়ে গিয়েছে যার কারণে এই রাস্তা দিয়ে চলতে মানুষকে বেশ বেকায়দায় ফেলে দিচ্ছে কেউ কেউ তো বেখেয়ালে হাঁটলে স্লিপ করে পড়ে যাচ্ছে তাতে হাতে পায়ে ব্যথা পাচ্ছে এবং হাত বা পা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

image.png

আসলে আমাদের সৃষ্টিকর্তা কি করবে আমাদের জন্য বৃষ্টি দিলে বলি এত বৃষ্টি কেন দিচ্ছে আল্লাহ আবার বৃষ্টি না দিলেও বলি এত গরম আল্লাহ কি একটু বৃষ্টি দিতে পারে না তাহলে কি করবে আমাদের সৃষ্টিকর্তা যাই যাই তাই দেয় তাতে আমরা সন্তুষ্ট না।

image.png

আসলে বৃষ্টিতে যেমন অসুবিধা আছে তেমন সুবিধাও আছে অনেক অসুবিধার চাইতে আমার মনে হয় সুবিধি টাই বেশি পাওয়া যায়। এই যে ধরেন যেমন বৃষ্টি যদি না হয় ক্ষেতের জমিতে যদি পানি না পায় সেই জমিতে কিন্তু ভালো ফসল হবে না। তারপরে বৃষ্টি যদি না হয় পরিবেশে যে পরিমাণে তাপ সৃষ্টি হয় সেই তাপ গুলো কিভাবে আপনি লাগব করবেন তা কখনোই সম্ভব না মিষ্টি ছাড়া।

image.png

গ্রামে গঞ্জের মানুষেরা যে খাল বিল থেকে মাছ ধরে খায় বৃষ্টি না হলে তো খাল বিলে পানি হবে না আর পানি না হলে তো সেখানে মাছও থাকবে না। এত সুবিধা পাওয়ার পরও আমরা সন্তুষ্ট হতে পারি না।

image.png

আগে আমরা যখন ছোট ছিলাম বৃষ্টি দেখলেই খুশিতে নাচানাচি করতাম কারণ বৃষ্টিতেই আমাদের খেলাটা জমতে ভালো বল একটা নিয়ে চলে যেতাম মাঠে অনেকগুলো বন্ধু মিলে ফুটবল খেলতাম দৌড়াদৌড়ি খেলতাম মাঠে দৌড়ে এসে স্লিপ করতাম আর কি দিন ছিল সেগুলো আর এখনকার ছেলে মেয়েরা সেই সব দিন তো উপভোগ করতে পারে না বরঞ্চ একটি মোবাইল ফোনের আসক্ত হয়ে থাকে।

আমার তো বৃষ্টির দিন অনেক ভালো লাগে বন্ধু আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন পোস্টে ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।