কাশফুল ফোটার মধ্য দিয়ে ঋতুর রানীর আগমনী বার্তা পায় ষড়ঋতুর এ বাংলা। কাশফুল ফোটে জানান দিচ্ছে প্রকৃতিতে শরতের আগমন। প্রকৃতিতে শরতের ছোঁয়া লেগেছে অনেক আগেই।
কাশফুলে ছেয়ে গেছে রাজধানীর আফতাব নগর। প্রকৃতি প্রেমিরা প্রতিনিয়তই ছুটে আসছেন আফতাব নগরে। প্রকৃতি প্রেমিদের অনেককেই দেখা গেছে কাশফুলের সঙ্গে ছবি তুলতে। আবার অনেককে দেখা গেছে সেলফি তুলতেও।
কর্ম ব্যস্ততাকে পাশকাটিয়ে রাজধানীর আফতাব নগরে কাশফুলের বাগানে নয় বছরের মেয়ে তন্দ্রাকে সঙ্গে নিয়ে ঘুরতে এসেছেন দীপা রানী ঘোষ।
দীপা রানী ঘোষ ব্রেকিংনিউজকে বলেন, সাপ্তাহে ৬ দিনই পারিবারিক ও ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকতে হয়। ব্যস্ততার ফাঁকে মেয়েকে নিয়ে এখানে একটু ঘুরতে এসেছি, রিফ্রেস হওয়ার জন্য।
স্ত্রী-সন্তান নিয়ে আফতাব নগরে ঘুরতে এসেছেন আরেক কর্মজীবী আবদুর রশিদ। তিনি একটি বেসরকারি কোম্পানীর গাড়ী চালক। রশিদ ব্রেকিংনিউজকে বলেন, কাশফুল দেখতে ভালোই লাগে। কাশফুলের মত যদি মানুষের মনটা সাদা হত? বউ-বাচ্চাকেও সঙ্গে করে ঘুরতে নিয়ে এসেছি। কারো মন খারাপ থাকলে এখানে আসলে ভালো হয়ে যাবে।
মায়ের সঙ্গে ঘুরতে আসা তন্দ্রা বলে, এখানে এসে অনেক ভালো লাগছে। মার সঙ্গে এসেছি। এখানে অনেক কাশফুল ফোটেছে।
sundor ekti post, but apnar posting er style e kisu poriborton ante hobe.
Congratulations @liamjayson! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :
Award for the number of posts published
Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Do not miss the last post from @steemitboard: