দেশে ৪১ শতাংশ শিশুরই বয়সের তুলনায় উচ্চতা কম হয়

in #baby4 years ago

image.png

অপুষ্টিজনিত কারণে দেশে প্রায় ৪১ শতাংশ শিশু খর্বাকৃতির ( বয়সের তুলনায় উচ্চতা কম)। তাদের মধ্যে কিশোরী ৩১ শতাংশ ও নারী ৪২ শতাংশ। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গুলশানের লেকশোর হোটেলে তুডানো গ্রোথ শক্তির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন সাজেদা ফাউন্ডেশনের পুষ্টিবিদ ইসরাত জাহান।