অনলাইনে কাজ করার আগে শিখার ধৈয থাকতে হবে আপনার. ৩-৪ ঘন্টা শুধু মাত্র শিখার পিছনে সময় দেন, তারপর যদি মনে হয় কাজটা আপনার জন্য তাহলে, কাজ শুরু করেন।
ভিডিও ১:
ভিডিও ২: কিভাবে কাজ করবেন, আর কাজ করতে আপনার কোন কোন ইন্সটুমেন্ট লাগবে, সব এই ভিডিও তে দেওয়া আছে। এই ভিডিও ডিস্কিপশনে আরো কিছু ভিডিও লিংক দেওয়া আছে, এইগুলাও দেখে ফেলবেন। আর কাজ শুরু করার ইচ্ছা থাকলে, যেইসব ইন্সটুমেন্ট রেডি রাখতে বলা হয়েছে ওইগুলা রেডি রাখবেন।
ভিডিও ৩: কাজ শুরুর জন্য সব কিছু রেডি হয়ে গেলে এই ভিডিও টা দেখবেন, এইটা কাজের একটা ব্যবহারির ভিডিও। ভিডিও টা দেখা হলে, যেই সেম্পল কাজটা কারতে বলা হয়েছে করে ফেলবেন, যাতে আমি বুঝতে পারি আপনার কাজ ঠিকঠাক হচ্ছে কিনা।
সব কিছু ঠিক থাকলে আপনি কাজ শুরু করে দিতেই পারেন, আপনি wikifo.com/airdrop এই লিস্টে গিয়ে এয়ারড্রপ গুলাতে জয়েন্ট করে ফ্রি আনিং শুরু করেন। হেপি আনিং 🙂
=
আর যেকোন সময় এই রিলেটেড বিষয়ে কথা বলার জন্য আপনি আমার ফেসবুকে এড হতে পারেন, আমার ফেসবুক প্রফাইল লিংক (https://www.facebook.com/mdafjal786)। আমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে, "এয়ারড্রপ" লিখে মেসেজ দিয়ে রাখেন, তাহলে আমি আপনাকে আমার পারসনার চেটিং গ্রুপে এড করে নিব, যেখানে আপনার মত অনেকই এয়ারড্রপের সুবিধা নিয়ে ইনকাম করছে।
বি:দ্র: সবগুলা টিউটোরিয়ার দেখার পরই আপনি আমাকে ফেসবুকে রিকুয়েষ্ট পাঠাবেন