ভাবছি আর কখনো লিখবো না। কিন্তু তবুও লিখি। কেনো লিখি জানিনে। হয়ত: মনেব আবেগ, ক্ষোভ প্রশমিত করার জন্যে! কারো ভালো লাগা না লাগায় কিছু আসে যায় না। কিন্তু এত লেখা লিখির পরও প্রতিকার কিছু হচ্ছে কি? দুর ছাই, এতো লিখেইবা ……..
:কি ব্যাপার? একা একা কার সাথে এত রাগ, এত ক্ষোভ দেখাচ্ছো? এভাবে বিড় বিড় করছো কেনো?
: তুমি বুঝবে না মাধবী, তুমি বুঝবে না। এ হৃদয়ে বড় ব্যথা মাধবী, বড় ব্যথা! দেশটা যে গোল্লায় গেলো! এ জন্য কী ওঁরা দেশটাকে স্বাধীন করেছিলো!! এজন্যই কী যুদ্ধ করেছিলাম!!!
: প্লিজ লক্ষীটি আমার, প্লিজ; শান্ত হও। ডাক্তার যে উত্তেজিত হতে বারণ করে গেছেন। এতে যে তোমার অসুস্থতা বেড়ে যাবে।
মাধবী সযত্নে তার স্বামীকে শয্যায় শুইয়ে দিল। মাথায় হাত বুলাচ্ছে। তার কোমল পরশে শাওন ঘুমিয়ে পড়ল। ফাল্গুনের মধুময় রাত। অথচ মাধবীর চোখে ঘুম নেই। শত-সহস্র ভাবনা সমুদ্র-তরঙ্গের ন্যায় তার হৃদয়ে আছাড় খেয়ে পড়ছে। বাহিরে ফুটফুটে জোছনা। দক্ষিণা বাতাসে হাস্নাহেনার গন্ধে সারাটি কক্ষ যেন এক স্বর্গীয় আবেশে ভরে উঠেছে। মাধবী খোলা জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। আর শাওনের মাথায় আলতোভাবে তখনো কোমল পরশ বুলিয়ে যাচ্ছে।
শাওন প্রায়ই বলে- “মাধবী, তুমি বুঝবে না”। কিন্তু আমি যে বুঝেও বুঝি না। এক রাতে শাওনের মা আর যুবতী বোনকে হানাদার বাহিনী ধরে নিয়ে গেলো; বাবাকে গুলি করে হত্যা করলো। তাদের আর কোন খোঁজ পাওয়া গেলো না। একমাত্র ভাইটি আমার “আসছি” বলে শাওনের সাথে যুদ্ধে গেলো। আর ফিরল না। অবশেষে দীর্ঘ নয় মাস পর আমার একমাত্র আশ্রয়স্থল শাওনকে পেলাম ক্ষত-বিক্ষত অবস্থায়। পরম করুণাময় তাঁকে আমার বুকে ফিরিয়ে দিয়েছেন। দেশ স্বাধীন হলো। বিনিময়ে হারালাম মা-বাবা, ভাই-বোন, শ্বশুর-শ্বাশুড়ী; আরও কত স্বজন! এত ব্যথা বুকে চাপা দিয়ে রেখেছি একমাত্র তোমারই জন্য শাওন! কারণ, তুমি অসুস্থ। আমার একমাত্র আশ্রয় তুমি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না শাওন! মাধবীর চোখ দুটো অশ্রুতে ভরে উঠলো। গভীল মমতায় শোকাচ্ছন্ন মাধবী শাওনের বুকে মাথাটি রেখে এক সময় ঘুমিয়ে পড়লো। (চলবে...)
(পোষ্টটি ভাল লাগলে দয়া করে ভোট, লাইক, শেয়ার, কমেন্ট করুন)
Congratulations @jalal-uddin! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :
Award for the number of upvotes
Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Do not miss the last post from @steemitboard:
thanks
You got a 66.67% upvote from @ptbot courtesy of @jalal-uddin!
Delegate STEEM POWER and start earning 100% daily payouts ( no commission ).
Visit https://ptbot.ga for details.
thanks